Surprise Me!

নতুন ভাবে নিজেকে তৈরি করছি দেখতে পাবেন : শাবনূর | Jagonews24.com

2021-06-15 0 Dailymotion

ভোটগ্রহণ শুরু হয় দুপুর ২টায়। এফডিসিতে অবস্থিত বাংলাদেশের চলচ্চিত্র প্রযোজক, পরিবেশক ও প্রদর্শক সমিতির কার্যালয়ে। দুপুর থেকেই আসতে শুরু করেন চলচ্চিত্রের মানুষেরা। যেন এক মিলনমেলা।<br /><br />এমনই উৎসবমুখর পরিবেশে ভোট দিলেন ঢাকাই সিনেমার নন্দিত অভিনেত্রী শাবনূর। ভোট দেয়া শেষে তিনি বলেন, ‘চমৎকার পরিবেশ। পরিচালক, প্রযোজক, নায়ক-নায়িকারা এসেছেন। একটা উৎসবমুখর আমেজ চারদিকে। পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছি। আশা করি সবাই পাস করবেন।’<br /><br />বিস্তারিত পড়তে ক্লিক করুন - https://www.jagonews24.com/entertainment/news/549298

Buy Now on CodeCanyon